সঞ্চয়
খোকন কুমার রায়
ধর্মের মর্ম না জেনে মন ধর্ম ধর্ম করিস খালি
ধর্মের আলো মিললো না আর অন্ধকারেই হাতড়ে গেলি
ধর্মের দোহাই দিয়ে রে তুই অপকর্ম করলি কত
ধর্ম লেবাস মাখলি গায়ে, বুঝলি না তার মূল্য কত
ধর্ম প্রমাণ কর্মগুণে, সঙ্গ ছাড়ো ভন্ডজনে
পাপ পূণ্যের ভেদ জেনো, হবে বিচার শেষ দিনে
তার উপরেই দে রে ছেড়ে, কারও অধিকার নিস না কেড়ে
প্রাপ্য সবার বুঝিয়ে দে মন, বুঝবি না শ্বাস ফুরায় কখন
কখন যে তুই উড়াল দিবি, সঙ্গে কিছুই নাহি নিবি
কিসের এত সঞ্চয় যদি খালি হাতেই ঘাটে যাবি?