যাত্রা
খোকন কুমার রায়
আমাকে তো যেতে হবে আন্ধার ঐ ঘরে
কান্নায় ভেজা ধরণী তল, যেতে হবে ছেড়ে
পাড়া-পড়শি, বন্ধু যত কান্দে সবাই অবিরত
দুঃখ আমার বাড়াস না আর, যেতে আমায় দেরে।।
কত সুখ, কত স্মৃতি, তোমার আমার এই পিরিতি
সব ছেড়ে হায় চলে যাবো, বেলা যে এলো পড়ে
তবু রইলো অনেক বাকি, কত আদর সোহাগ মাখি
এত কিছু পেয়েও রে মন তৃষ্ণা মেটে নারে।।
অন্ধকার এক ঘরে যাবো, এই আলো আর কোথায় পাবো
সোনার আলো দুচোখ মেলে দেখতে আমায় দে রে
নিতাম দেহের কত যতন, শেষবারে দিস সুয়া চন্দন
দোয়া রাখিস সুখ যেন পাই গিয়ে ওই পারে।