মুই কি হনুরে
খোকন কুমার রায়
যত বড়ই হও না হনু
মনে রেখো বাছাধন
পাপের সাজা মিস হবে না
দয়াল তা করবেন পূরণ।
কুপথে গিয়াছো দূরে
গান ধরেছো অন্য সুরে
ফিরে আসার পথ পাবা না
মরবা ঘুরে ঘুরে।
দয়ালের ডাক না শুনে
করেছো কি ভুল
প্রস্তুতি লও মনে তাহার
কি দিবা মাশুল।
এই দুনিয়ার রঙের মেলায়
মাখছো অনেক রঙ
যতই ঘষো আর উঠবে না
থাকবে তুমি সঙ।
থাকতে সময় পথে আসো
গান ধরো তার নামে
মুর্শিদ নাম জপে তাঁরে
খোঁজো অন্তর্ধামে।