ভিখারী
-খোকন কুমার রায়
তোমারি দুয়ারে আসি ভিক্ষুক বেশে
ফিরাইও না ভিখারীরে তাচ্ছিল্য হেসে।
গোধূলী লগ্নে তব প্রেম পিয়াসী
ফিরাও মোরে শূন্য হাতে যখনই আসি।
তোমারি দুয়ারে আমি আসি বারেবার
দেখা দাও মোরে তুমি শুধু একবার।
প্রশ্ন করো মোরে, কেন এই দশা
তোমাতে মিটিবে তেষ্টা মনে ছিল আশা।
আশায় তাই বুক বেঁধে আসি বারবার
ক্লান্ত চরণ আর চলে না, তাকাও একবার।
গোধূলী পেরিয়ে আসিবে কালরাত্রি
তবে কি পথচলা আঁধারেই সমাপ্তি?
অনন্ত তেষ্টা বুকে ছাড়িব বিশ্বলোক
সাঁঝের বেলায় তোমার দুয়ারে চাই অন্তিম সুখ।
খোকন কুমার রায়: সম্পাদক ও প্রকাশক, ধূমকেতু ডটকম।