বর্ষার উষ্ণতা
খোকন কুমার রায়
ঝিরি ঝিরি বৃষ্টি, আকাশে ঝলক
তোমার ঐ রূপে চেয়ে থাকি অপলক
হৃদয় দোলে অমন স্নিগ্ধতা দেখে
কাটুক এ ক্ষণ তোমার উষ্ণতা মেখে
ঝর ঝর বরষায়, ঝর্ণা ধারায়
প্রবল বেগে মন যায় ছুটে যায়
রোজ তারে দেখি তোমার মোহনায়
হয়তোবা ছুঁয়ে দিয়ে আবারও হারায়।।
ঘন বরষায়, হায় দিন যায় চলে
অঝর ধারায় সব দুঃখ ধুয়ে দিলে
এমন দিনে যদি কাছেই না এলে
নাহয় ফুটে থেকো কদমের ডালে।।