নিবেদন
খোকন কুমার রায়
অহং আমার চুরমার করো প্রভু
তুমিই সকল অহং উৎস আগে বুঝিনি কভু
সকল শক্তি আমার করো হে নিঃশেষ
তোমার বলেই বলীয়ান ছিলাম শেষমেশ।
সম্পদ আমার করো গো বিলুপ্ত
তোমার সম্মুখে আমি সদাই যে রিক্ত
প্রেম জাগাও মনে আমার প্রভু
উচ্ছলিত যে প্রেম প্রাণে ছিলো না কভু।
যৌবন আমার ফিরিয়ে দাও আবার
তোমার চরণে অধীন যেন ফিরে যাই বার বার
জীবন আমার পূর্ণ করো হে প্রভু
জীবনের সুখ স্পন্দন অনুভব করিনি কভু।
শান্তি আমায় আবার ফিরিয়ে দাও
নাহয় তাহার বদলে সবকিছু কেড়ে নাও
জগতের সুখ কিছুই চাই না প্রভু
তোমার চরণ হতে অভাগায় দূরে ঠেলো না কভু।