দাড়কাক
-খোকন কুমার রায়
হৃদয় বাসরে আসবে না জানি, আর কখনো ফিরে
কষ্টগুলো তাই উড়ে বেড়ায় তোমার স্মৃতি ঘিরে।
বিষাদ আকাশে ভিড় করে আজ বিরহের মেঘগুলো
তৃষ্ণার্ত প্রাণ করে করে হাহাকার, মনের দ্বার খোলো।
বিষন্নতায় দুলছে এ মন, ব্যর্থতায় আজি
পারবো না জানি, কখনো পারিনি, তাই হেরে যেতেও রাজি।
তোমার হৃদয়ে বসবাস আজ, অন্য কোনো জনের
জানি নেই কোনো ঠিকানা আমার, ভবঘুরে এই মনের।
আজ আমার আকাশ জুড়ে শুধুই শূন্যতা তুমি নেই বলে
একাকিত্ব আমার পুরোনো সঙ্গী, দিন যাচ্ছে এভাবেই চলে।
চোখের জলের প্লাবনে ভাসি, তুমি আসবে কি ফিরে?
আজও রেখেছি তোমায় দেবী করে, এই মনের মন্দিরে।