লেখালেখি

খোকন কুমার রায়ের কবিতা “তুমিই পারো”

তুমিই পারো

খোকন কুমার রায়

তুমিই পারো পৃথিবীর বুকে থামিয়ে দিতে ঝড়

তুমিই পারো আগলে রাখতে আমার বসত ঘর

তুমিই পারো বদলে দিতে এই পৃথিবীর গতি

তুমিই পারো করতে শীতল ধরণীকে এক রতি

তুমি চাইলেই আসবে শান্তি এই পৃথিবী জুড়ে

তুমি চাইলেই থামবে যুদ্ধ, যাবে না কেউ মরে

তুমিই পারো থামাতে আগুন অ্যামাজনের বুকে

তুমিই পারো ফোটাতে হাসি ক্যাঙ্গারুটির মুখে

তুমিই পারো মৃত নদীকে করতে বহমান

তুমিই পারো শুষ্ক মরুতে সজীব করতে প্রাণ

তুমিই পারো থামাতে দাঙ্গা ধর্মের হানাহানি

তুমিই পারো ছড়াতে জগত জুড়ে সাম্যের বাণী

তুমিই চাইলেই দূর হয়ে যাবে তাবৎ অশ্লীলতা

তুমি চাইলেই এবারের মত জিতে যাবে মানবতা

তুমিই পারো আঁধারের বুকে চাঁদের ছবি আঁকতে

তুমিই পারো দুঃস্থের মনে প্রেরণা হয়ে থাকতে

তুমিই পারো অগস্ত্য হয়ে পাপের বৃদ্ধি থামাতে

তুমিই পারো উর্বশী হয়ে বিষাদে এ মন রাঙ্গাতে

তুমি চাইলেই পৃথিবী আর ঘুরবে না এক চুল

তুমি চাইলেই থাকবে না আর আমার লেখায় ভুল।

আরও পড়ুন: খোকন কুমার রায়ের কবিতা শুভ জন্মদিন, চিরঞ্জীব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *