ছোঁয়া
খোকন কুমার রায় :
আমি তোকেই ছুঁয়ে দেবো, পাবি অদ্ভুত শিহরণ
ভালোবাসার ছোঁয়ায় মনে, উঠবে আলোড়ন।
আমার এই ছোঁয়াতে তুই হারিয়ে যাবে জানি
ছোঁ মেরে তাই ছিনিয়ে নেবো, রাখবো না আর গ্লানি।
একটু খানি ছোঁয়ায় পাবি আনন্দ অশেষ
এক ছোঁয়াতেই হতে পারে অবহেলা নিঃশেষ।
এই ছোঁয়াতেই পেতে পারিস বিশ্বাস অবিরাম
এই ছোঁয়াতেই হাসতে পারিস প্রাণ খুলে উদ্দাম।
প্রাণের ছোঁয়ায় জাগবে প্রাণ, ভাঙ্গবে অভিমান
এই ছোঁয়াতেই লিখতে পারি, নতুন কোনো গান।
হাতের নাগালে পাই না যখন মন বাড়িয়ে ছুঁই
আমার সকল ছোঁয়ায় এমন লেগে থাকিস তুই।