খোঁজ রে মনা
-খোকন কুমার রায়
এক ঘরেতে করলি বসত, জনম সঙ্গী করে,
তবু মন চিনলি না তোর ভবে আপন কে রে।
সারা জীবন ধ্যান করিলি যারে দু’চোখ বুজে,
সঙ্গে নিয়ে কাল কাটালি, তাও পেলি না খুঁজে।
কত রঙ্গের দিন কাটালি সঙ্গ নিয়ে যার,
যাবার কালে আফসোস তোর, পাসনি দেখা তার।
দেখাইলিরে কত রঙ্গ, করলি কত সাধুসঙ্গ,
অল্পে দিলি রণে ভঙ্গ, পাল্টালি তুই কত সঙ্গ।
সাথে নিয়ে জন্মেছিলি, একই সঙ্গে ঘুরলি-ফিরলি,
তবু তুই চিনলি নারে আরাধ্যজন যে রে।
দুই নয়নে বাহির দেখলি, খুঁজলিনা অন্তরে,
দিব্য চোখে খোঁজ রে মনা, খুঁজে পাবি তারে।
আরও পড়ুন: খোকন কুমার রায়ের কবিতা ‘দাড়কাক’
খোকন কুমার রায়: সম্পাদক ও প্রকাশক, ধূমকেতু ডটকম।