কবিতা
-খোকন কুমার রায়
তোমার জন্য হয়েছি আমি আজ বিষাদের কবি,
তোমার জন্য আঁকিয়ে হয়েছি, আঁকছি তোমার ছবি।
তোমার জন্য কবিতা লিখছি, সারা রাত্রি ধরে,
কেমন করে পাচ্ছো সুখ, পরকে আপন করে?
বিষন্নতার কালি ঝরে, এই কবিতার খাতা ভরে,
কষ্ট দিলে যত্ন করে, আমার প্রেমিক মনটি জুড়ে।
তোমার দেয়া কষ্ট নিয়ে ঘুরছি আজও হন্যে হয়ে,
কবিতার লাইন হচ্ছে বড়, অশ্রুজলে বেয়ে বেয়ে।
তোমার জন্য কবিতাগুলো ছন্দ হারায় রোজই,
অন্ধকারে হাতড়ে আজও, শুধু তোমাকেই খুঁজি।