অশ্রুর অতলে
-খোকন কুমার রায়
অশ্রুধারার জলরাশিতে সাঁতরে যাচ্ছ কই
সাঁতরে তুমি কূল পাবে না চারদিক থৈ থৈ।
কান্নার ঐ নোনাজলে যাবে ডুবে অতলে
হৃদয় কেন ভেঙেছিলে ভালোবাসার ছলে।
কেন তুমি খুঁজে ফিরছ অন্য বুকে সুখ
আজও আমি খুঁজে বেড়াই তোমার প্রিয় মুখ।
তোমায় পেলে বিষাদ সাগর হবে প্রেমের তীর্থ
তুমি না এলে বেঁচে থাকাই হয়ে যাবে ব্যর্থ।
ফিরবে না আর জেনেও আমি রাত্রি জেগে রই
বাঁধভাঙা ঐ অশ্রুজলে চারদিক থৈ থৈ।
কষ্টগুলো উড়ে বেড়ায় তোমার স্মৃতি ঘিরে
ভেঙে হৃদয় পাবে না সুখ গিয়ে অন্য তীরে।
খোকন কুমার রায়: সম্পাদক ও প্রকাশক, ধূমকেতু ডটকম।