অস্তরাগ
-খোকন কুমার রায়
ঝরাপাতার কান্না আজি মনের মাঝে
অস্তরাগের করুণ সুর হৃদয়েতে বাজে।
তবে কি হইল আজি সময় যাইবার
কিছুই যে নাই বাকি আর হারাইবার।
সময়ের স্রোতে ভাসি খড়কুটোর মত
বিসর্জন দিলাম আজি, কষ্ট লালিত যত।
অতীতে তাকিয়ে করি স্মৃতি রোমন্থন
বিদায়ের সময় হইল ত্যাগি সকল বন্ধন।
কান্নাতে জীবন শুরু, কান্নাতেই শেষ
ভুলিয়া তোমায় হইল জীবন নিঃশেষ ।
পরম আত্মা খুঁজিবে অন্তিম শান্তি
কর দূর মন হইতে জাগতিক ভ্রান্তি।
যখনই হইবে শুরু পারলৌকিক কৃত্য
ধুলায় লুটায়ে সে যেন কাঁদে আমৃত্যু।
জ্বলিতে থাকা চিতার আগুন রাঙাইবে দশদিক
অস্ত রবির সোনার আলোয় মিলিবে ঠিক ঠিক।
খোকন কুমার রায়: সম্পাদক ও প্রকাশক, ধূমকেতু ডটকম।