অশ্রুতে রক্তের ধারা
-খোকন কুমার রায়
অশ্রু প্লাবনে বয়ে যায় আজও নিষ্পাপ রক্তের ধারা
দ্রোহের আগুনে রক্ষা পাবে না রাসেলের খুনি যারা।
মাতৃভূমিকে রাঙিয়েছিলো যারা নিষ্পাপ খুনে,
রক্তের দাম দিতে হবে তার, প্রতি ফোটা গুনে গুনে!
ছোট্ট হৃদয়ে কত না স্বপ্ন ঘুরে বেড়াত হায়
সেই নিষ্পাপ মুখটি দেখে শুধুই কান্না পায়।
শিশু রাসেলের শেষ আব্দার মায়ের কাছে যাবে
মাকে যে ওরা আগেই মেরেছে কোথায় তাকে পাবে?
ওরা বেজন্মা, ওরা নরপিশাচ, ওরা ঘৃণ্য ঘাতক
শিশুর রক্তে হাত রাঙিয়ে, করেছিল মহা পাতক।
আজও আছি অপেক্ষাতে দেখতে খুনির বিনাশ
মুখ তোল প্রভু, খুনিদের ফাঁসি দেখতে বড়ই আশ।
শেখ রাসেলের জন্মদিনে ভালোবাসা অফুরান
হৃদ আঙিনায় খেলছ শিশু, আজও স্মৃতি অম্লান।
খোকন কুমার রায়: সম্পাদক ও প্রকাশক, ধূমকেতু ডটকম।