অপূর্ণতা
খোকন কুমার রায়
যখন আমি থাকবো না, দু’ফোঁটা অশ্রু ফেলো
কষ্ট করে হলেও না হয়, ভুলে যেও স্মৃতিগুলো।
তোমার দেয়া কষ্টগুলো তীব্র স্রোতের মত,
হানছে শুধু আঘাত আমায় ভাঙ্গছে অবিরত।
যখন আমি চলে যাবো তোমাদের এই শহর ছেড়ে
হয়তো খুঁজে পাবে আমায় অচেনা এক নদীর তীরে।
তোমার কাছে এসেছিলাম দু’হাত ভরে পাবার আশায়
অপূর্ণতাই পাওনা হবে, সেটা আর কে জানতো হায়!
তোমার পৃথিবীতে যদি আবার আমি ফিরে আসি?
নতুন করে যদি তোমায় আবার আমি ভালোবাসি?
এমন ভাবেই কল্পনাতে জড়িয়ে আছো তুমি,
সজীব করে তুলছো আমার তপ্ত মরুভূমি!
তোমার স্বপ্নে বিভোর হয়ে এমন করেই যাচ্ছি মিশে
ছুটছে আমার ভাবনাগুলো, পাচ্ছে না যে কোনো দিশে!
ফেরারী এই মনটা আমার শুধুই তোমায় খুঁজে চলে
নাহয় তুমি পথ দেখিও, ভালোবাসার প্রদীপ জ্বেলে।
খোকন কুমার রায়: সম্পাদক ও প্রকাশক, ধূমকেতু ডটকম।