ভীমরতি
খোকন কুমার রায়
প্রেম সাগরে ঝাপ দিয়া মন পড়েছি কি মুশকিলে
উতল সাগর পাড়ি দিয়া যাইবো আমি কোন কূলে?
প্রেমের সাগর খরস্রোতা,
এই যে জোয়ার এই যে ভাটা
সকাল-সন্ধ্যা বেকার খাটা
তোমার কি যে ফন্দি আমি তা বুঝিবো কোন কালে।
প্রেম সাগরে ডুবে মরি
মনে ভাবি দিবো পাড়ি
আমার লগে দাও যে আড়ি,
দিবা-নিশি ঘুরে ফিরে আটকেছি এ কোন জালে?
ছল সাগরে ঝাঁপ দিয়া
মরছি শুধু খাবি খাইয়া
দম যে আমার যায় ফুরাইয়া,
কিনারা তাও না মিলে।
দরিয়ার পানি মিঠা অতি
খাইলে ধরে কি ভীমরতি
মনের সাধ মিটে না যে দয়াল
জীবন ভইরা ডুব দিলেও।