কানামাছি
খোকন কুমার রায়
তুমিই ছিলে কৈশোরের সেই প্রথম শিহরণে
তুমিই ছিলে যৌবনে মোর প্রথম আলিঙ্গনে
তুমিই ছিলে শৈশবে সেই পুতুল খেলার সাথী
তুমিই ছিলে সঙ্গী আমার প্রথম চড়ুইভাতির।
তুমিই ছিলে দাবি দাওয়া, অব্যক্ত চাহিদায়
তুমি ছিলে বন্ধু আমার ধুলো মাখা সন্ধ্যায়
ওড়না বেঁধে কানামাছি বানিয়েছো বহুবার
কানামাছি হয়েই বাঁচি, সঙ্গী অন্ধকার।
তোমার হাতে কাঁচের চুড়ি বাজে না আগের মত
হারিয়ে ফেলার আক্ষেপে আজ বাড়ছে মনের ক্ষত।
কানা মাছি হয়ে ভোঁ ভোঁ করে খুঁজছি যে তোমায়
মন টা আবার হবে শান্ত তোমারি ছোঁয়ায়।