অবিনশ্বর
খোকন কুমার রায়
জ্বালাও আলোক শিখা,
করো দগ্ধ এ প্রাণ
প্রেমের তপ্ত শিখায় ঝরিয়ে সকল খাঁদ
ধুয়ে মুছে প্রাণ উজ্জ্বল করো, করো স্নিগ্ধতা দান।
আঁখি পানে দেখি ঘন আঁধার
সম্মুখে পথ নাহি পাই
তুমিই সত্য, তুমিই সুন্দর, জীবন্ত অবিরাম
নয়ন মাঝে ঠাঁই লয়ে মোরে দৃষ্টি করো দান।
দেখিতে সাধ যে তোমার স্বরূপ
অক্ষয় অবিনশ্বর
তালাশে এ মন নির্মল প্রাতে
শাশ্বত রূপে তুমি মহাপ্রাণ কোথায় বিরাজমান।