প্রেম তরঙ্গ
খোকন কুমার রায়
প্রেম তরঙ্গে ভেসে ভেসে যাই আনন্দ ধামে
ভাব তরঙ্গে মজিয়া নাও ভাসাই তোমার নামে
পঞ্চ রিপুর তাড়নায় যেন না থামে মোর তরী
অবিরত চলুক মুর্শিদ নাম লইয়া তোমারই
পথে যদি আসে বাধা, হয় যদি বদনাম
ব্যর্থ হবে সাধন আমার, বৃথা ধরাধাম
তোমার দয়ায় ভাসি আমি, হে মহা কান্ডারী
দায় দিবা কার দয়াল যদি আমি ডুইবা মরি?