প্রতীক্ষা
খোকন কুমার রায়
মধুর লগনে আসবো প্রিয়া, মধুতে ডুবিতে
সেই শুভক্ষণে তুমি লুকিও আড়ালে
আসবো প্রিয়া তোমারে বাহুতে বাঁধিতে
এ কেমন আবেশে আমায় জড়ালে।
হবে তৃপ্ত এ প্রাণ, আনন্দে মন দোলে
কী মায়ার বাঁধনে এ হৃদয় আটকালে
দৃষ্টিহীন আমি ওই কাজল চোখে চেয়ে
ভুলে যাই, তবু এই ক্ষণ চলে বয়ে।
কত শ্রাবণে হৃদয়ে আগুন জ্বলে
মন উদাস স্নিগ্ধ বসন্ত বিকেলে
কত মেঘ যায় উড়ে দূরে চলে,
প্রতীক্ষা অনন্ত, তুমি আসবে বলে…