একলা শালিক
খোকন কুমার রায়
একলা শালিক, একলা শালিক কি খোঁজো দিনভর? কেন তোমার চোখে জল?
হারিয়েছো তোমার প্রিয় পালক? কিংবা, প্রিয়জন?
একলা শালিক, একলা শালিক, তোমার জোড়া কই?
রোজ প্রভাতে কেন যে আর শুনি না হৈচৈ।
একলা শালিক, একলা থাকে, মিলবে জোড়া কিসে?
সঙ্গী যে তার গেছে মরে মানুষের দেয়া বিষে
একটাও ঘাস ফড়িংও যে আর পায় না সে খুঁজে
একলা শালিক একলা কাঁদে, কালো দুচোখ বুজে
ছানা গুলোও শুকিয়ে গেছে থেকে অনাহারে
একলা শালিক বিবাগি আজ, সঙ্গী গেছে মরে
মানুষ বড়ই নির্মম, নিজের টা বোঝে শুধু
পাখির আবাস করছে ধ্বংস, বানাচ্ছে মরু ধু ধু
বিষ দিয়ে সব ক্ষেত খামারে, বাড়াচ্ছে নিজ খাবার
ঘাস ফড়িং রা যাচ্ছে মরে, কেমনে মিলবে আহার
শালিকরা আর ভাঙ্গাবেনা ঘুম, করে কিচির মিচির
ভোরের আলোয় খুঁজবে না আর এক বিন্দু শিশির।
একলা শালিক, একলা শালিক তুমি গেলে কই?
এই শালিকটাও গেলো হারিয়ে, আর ডাকবে না হায়
জোড়া শালিক আর আসবে না, প্রকৃতি অসহায়।