নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে দেড় বছরের বেশি সময় বন্ধের পর আজ সোমবার (১১ অক্টোবর) শর্ত সাপেক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।
সকাল থেকে হলে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। তবে করোনা ভাইরাসের এক ডোজ টিকা নেওয়ার শর্তে শিক্ষার্থীরা আবাসিক হলে ওঠার সুযোগ পাচ্ছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, হলগুলোর গেটে চেয়ার-টেবিল নিয়ে বসেছেন হল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ফুল, হ্যান্ডস্যানিটাইজার, খাবার এবং বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট হলের লোগোসংবলিত মাস্ক দিয়ে বরণ করে নিচ্ছেন তারা। হলে প্রবেশের সময় চেক করা হচ্ছে শরীরের তাপমাত্রা ও করানো হচ্ছে স্যানিটাইজেশন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশিকাও।
এদিকে করোনা থেকে সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের সামনে অস্থায়ী টিকা ক্যাম্প চালু করা হয়েছে। সেখানে যেসব শিক্ষার্থী এসএমএস জটিলতা ও এনআইডি কার্ড না থাকায় টিকা নিতে পারেননি, তাদেরকে টিকা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চে অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জাবি একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ করে। পরে গত শনিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় আজ ১১ অক্টোবর হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরো পড়ুন: