খামারিরা এবার বিপাকে পড়লো গো-খাদ্যের দাম বাড়ায়
গত কয়েক মাসে দফায় দফায় গো-খাদ্যের দাম বাড়ছে। চাঁদপুরের খামারিরা এবার বিপাকে পড়লো গো-খাদ্যের দাম বাড়ায়।
ব্যবসায়ীদের দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ কমেছে কাঁচামালের। ব্যাংকঋণ নিয়ে ব্যবসায় ক্ষতির মুখে তারা। এমন পরিস্থিতিতে এই খাতকে বাঁচাতে বিকল্প খাদ্যের কথা বলছে প্রাণিসম্পদ বিভাগ।
সামনে কোরবানির ঈদ। এরই মধ্যে দফায় দফায় বৃদ্ধি পেয়েছে গো-খাদ্যের দাম। এতে বেকায়দায় পড়েছেন চাঁদপুরের খামারিরা। জেলায় অনেক খামারেই দানাদার খাবারের পরিবর্তে ঘাস জাতীয় খাবার দেয়া হচ্ছে গবাদিপশুকে। যে কারণে গবাদিপশু লালন পালন করতে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দিশেহারা খামারের সঙ্গে সংশ্লিষ্টরা।