বিনোদন

ক্ষমা চাইলেন আমির খান

কোনও ভাবে যদি আপনার ভাবাবেগে আঘাত দিয়ে থাকি। তা হলে ক্ষমা করে দেবেন। ‘লাল সিংহ চড্ডা’ ঘিরে বিতর্কের আবহে বলিউড অভিনেতা আমির খানের এমনই এক বক্তব্য প্রকাশ্যে এল। যা ঘিরে এই পর্বে নতুন করে চর্চা শুরু হয়েছে বি-টাউনে।

‘মিচ্ছামি দুক্কাদম’ উপলক্ষে বৃহস্পতিবার সকালে আমির খান প্রোডাকশনসের টুইটার ও ইনস্টাগ্রামে আমিরের কণ্ঠস্বর সহযোগে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যেখানে ‘মিস্টার পারফেকশনিস্ট’-কে বলতে শোনা গিয়েছে, ‘‘আমরা সকলেই মানুষ। আমরা ভুল করি। কোনও কোনও সময় আমরা ভুল কথা বলি, ভুল কাজ করি। কখনও না জেনে আবার কখনও রেগে ভুল করি। মজার ছলেও আমরা মানুষকে আঘাত করি, আবার কিছু না বলেও আঘাত করি। কোনও ভাবে যদি কারও ভাবাবেগে আঘাত দিয়ে থাকি, তা হলে ক্ষমা করে দেবেন।’’ যদিও কিছু ক্ষণের মধ্যেই এই পোস্টটি মুছে ফেলা হয়।

বস্তুত, যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমির ক্ষমা চাওয়ার কথা বলেছেন, তা বাড়তি তাৎপর্য পেয়েছে। কেননা, অভিনেতার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিংহ চড্ডা’ ঘিরে দেশে বিতর্ক তৈরি হয়। ছবিটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ করেন অনেকে। আমিরের এই সিনেমা বয়কটের ডাক দেওয়ার দাবি তোলেন কেউ কেউ। যার জেরে বক্সঅফিসে কার্যত মুখ থুবড়ে পড়ে হলিউড অভিনেতা টম হাঙ্কস অভিনীত কালজয়ী ছবি ‘ফরেস্ট গাম্পে’র আদলতে তৈরি এই সিনেমা।

তবে, এই কারণেই আমিরের এই ক্ষমাপ্রার্থনা কি না, তা স্পষ্ট হয়নি। এমনকি, নেটমাধ্যমে বৃহস্পতিবারের পোস্টটি আদৌ আমিরের পক্ষ থেকে করা হয়েছিল কি না, সে নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *