নেদারল্যান্ডসের বিপক্ষে রূদ্ধশ্বাস জয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ চারে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ক্রোয়েশিয়া। তবে ব্রাজিলকে হারিয়ে দেওয়া লুকা মদ্রিচদের কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন লিওনেল মেসি।
এ বিষয়ে আর্জেন্টিনার অধিনায়ক মেসি বলেন, কঠিন ম্যাচ হবে। ক্রোয়েশিয়া দেখিয়েছে, তারা দারুণ একটি দল। তারা ব্রাজিলের সঙ্গে সমানে-সমান খেলেছে। এমনকি মাঝে মধ্যে ব্রাজিলের চেয়ে ভালো খেলেছে। দলটিতে খুব ভালো খেলোয়াড় আছে, যারা খুব ভালো খেলে, বিশেষ করে মিডফিল্ডে।
মেসি আরও সতর্ক করেন, ক্রোয়েশিয়া এমন একটি দল, যারা গত বিশ্বকাপের আগে থেকেই একই কোচের সঙ্গে কাজ করে আসছে। তারা একে অপরকে খুব ভাল করে চেনে। তারা একটি লক্ষ্যে এগোচ্ছে। এটি একটি সেমিফাইনাল এবং এটি খুব কঠিন হতে যাচ্ছে।
এর আগে, রাত ১ টায় নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ২-২ গোল থাকায় এক্সট্রা ৩০ মিনিট খেলার পরও কোনো গোল পায়নি মেসি-মার্টিনেজরা। এর ফলে ম্যাচ ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারের শেষ শটে জয় তুলে নেয় আর্জেন্টিনা।