প্রচ্ছদ

ক্রিসমাস দ্বীপের রাস্তায় লাখ লাখ কাঁকড়া, থমকে আছে গাড়ি   

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: পথজুড়ে লাখ লাখ লাল কাঁকড়া। এক পাশ থেকে আরেক পাশে অবিরাম ছুটে চলেছে কাঁকড়াগুলো। এ কারণেই থমছে গেছে গাড়ি চলাচল। এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপের একটি রাস্তায়। খবর ওয়াশিংটন পোস্টের।

প্রতিবছর অক্টোবর–নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে এমন চিত্র দেখা যায়। বছরের এ সময়ে লাল কাঁকড়া দলবেঁধে জলের কাছাকাছি ছুটে যায়।

ওয়াশিংটন পোস্ট জানায়, বছরের এ সময়ে সেখানে শীত মৌসুমের প্রথম বৃষ্টিপাত হয়। বৃষ্টির দেখা মেলার পরপরই সেখানকার মাঠ-ঘাট, পথ-প্রান্তর, বন-জঙ্গল ভরে ওঠে লাল কাঁকড়ায়। জঙ্গল থেকে কাঁকড়ার দল ছুটতে শুরু করে ভারত মহাসাগরের দিকে। ভারত মহাসাগরের জলঘেঁষে ডিম পাড়বে কাঁকড়াগুলো। মূলত এ কারণে জঙ্গল ছেড়ে দলে দলে লাল কাঁকড়া জলের দিকে ছুটে যায়।

লাল কাঁকড়ার দল শহর অতিক্রমের সময় সেখানকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কাঁকড়াগুলোর নির্বিঘ্ন চলাচলের জন্য অনেক জায়গায় ওভারব্রিজ ও আন্ডারপাস বানিয়ে দিয়েছে শহর কর্তৃপক্ষ।

স্থানীয় ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ বলছে, ক্রিসমাস দ্বীপে প্রতিবছর লাল কাঁকড়ার দলবেঁধে অভিবাসনের ঘটনা ঘটে। এটা পৃথিবীর অনন্য একটি প্রাকৃতিক অভিবাসন প্রক্রিয়া। ক্রিসমাস দ্বীপে প্রায় পাঁচ কোটি লাল কাঁকড়ার বাস।

আরো পড়ুন:

রেকর্ড দামে বিক্রি হল মার্কিন সংবিধানের বিরল মূল অনুলিপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *