খেলাধুলা

ক্রিকেটে কোচ হয়ে ইতিহাস গড়লেন সারাহ

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু বাংলা: পুরুষদের পেশাদার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচিং দলে যুক্ত হয়েছেন ইংলিশ নারী ক্রিকেটার সারাহ টেলর। আবুধাবি টি-টেন লিগের দল ‘টিম আবুধাবি’ নিজেদের সহকারী কোচ হিসেবে ঘোষণা করেছে তাকে। ক্রিকেটে (পুরুষ ও নারী) সময়ের অন্যতম সেরা উইকেটরক্ষক হিসেবে ধরা হয় সারাহকে।

২০১৯ সালে ক্রিকেট থেকে খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর সারাহ ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন। ইংল্যান্ডে পুরুষদের কাউন্টি টিমের প্রথম নারী হিসেবে পরামর্শকের দায়িত্বও পালন করেছেন।

সারাহ তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটার এবং কোচেরা আসে। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আর আমাকে দেখে অন্য নারীরাও ভাববেন, ‘যদি সারাহ পারে, তাহলে আমি কেন পারবো না।’

ইংল্যান্ডের জার্সি গায়ে ২০০৬ সালে অভিষেক হয় সারার। এরপর থেকে দেশের হয়ে তিনি খেলেছেন ১০টি টেস্ট, ১২৬টি একদিনের ম্যাচ এবং ৯০টি টি-টোয়েন্টি। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। তবে মাস দুয়েক আগে ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্ট দিয়ে আবারও পেশাদার ক্রিকেটে ফেরেন তিনি।

আরো পড়ুন:

আন্তর্জাতিক মানের ক্রিকেট ও ফুটবল স্টেডিয়াম হচ্ছে কক্সবাজারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *