৭০ বছরের সংগীতজীবনে গান নিয়েই কেটেছে দিনের বেশির ভাগ সময়। সাধনায় মগ্ন থাকতেন গানের দুনিয়ার কিংবদন্তি লতা মুঙ্গেশকর। কিন্তু আরো একটা বিষয়ে তাঁর বিপুল আগ্রহ ছিল। সেটা হলো ক্রিকেট! হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি।
ক্রিকেটপাগল ছিলেন আজ রবিবার ৯৩ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি জমানো লতা মুঙ্গেশকর। নিয়মিত ক্রিকেটের খবর রাখতেন, ক্রিকেট নিয়ে টুইট করতেন। ভারতীয় ক্রিকেটারদের তিনি সব সময় অনুপ্রাণিত করে গেছেন।
লতা ছিলেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের বড় ভক্ত। তাঁদের মাঝে ব্যক্তিগত যোগাযোগও ছিল। শচীন তাঁকে ‘আই’ বা ‘মা’ বলে সম্বোধন করতেন। ২০১৩ সালে শচীন টেন্ডুলকার অবসর নেওয়ায় লতা খুব কষ্ট পেয়েছিলেন। তিনি তখন এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি বোঝাতে পারব না খবরটা শুনে আমার কতটা খারাপ লাগছে। এটা খুব বাজে অনুভূতি। সবাইকেই একদিন শেষ করতে হয়; শচীনের মতো কিংবদন্তিকেও শেষ করতে হতো। তাঁর সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা আছে। তবে শচীন যে আর ক্রিকেট খেলবে না, এটা আমি মানতেই পারছি না। ‘