অবিশ্বাস্য, অনবদ্য, অসাধারণ; মেহেদি হাসান মিরাজের জন্য এমন বিশেষণ আসলেই কম হয়ে যায়। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে সামনে থেকে দাপট দেখাচ্ছেন মিরাজ। আর এতে দিশাহারা দল স্বপ্ন দেখছে ভারতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে ব্যাক টু ব্যাক সিরিজ জয়ের।
প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমানকে নিয়ে লড়াই করে দলকে জিতিয়েছেন। দ্বিতীয় ম্যাচেও কীর্তি দেখিয়েছেন এই অলরাউন্ডার। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি বেঁধে খাদের কিনারা থেকে দলে টেনে তুলেছেন। খেলেছেন ক্যারিয়ার সেরা মহাকাব্যিক ইনিংস। করেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ব্যাট হাতে এই কীর্তিতে নাম লিখেছেন ওয়ানডের ইতিহাসের পাতায়।
রিয়াদের সঙ্গে জুটিবেঁধে চোখ ধাঁধানো শটে গড়েছেন রেকর্ড সপ্তম। আট নম্বরে নেমে ৮৩ বলে ৮ চার ও চার ছক্কায় সেঞ্চুরি করেছেন মিরাজ। প্রথম বাংলাদেশি হিসেবে আট নম্বরে নেমে তিন অঙ্ক ছুঁয়েছেন মিরাজ। আর ওয়ানডে ইতিহাসে আটে নেমে দ্বিতীয় সেঞ্চুরি এটি।
আটে নেমে আয়ারল্যান্ডের ব্যাটসম্যান সিমি সিং কেবল সেঞ্চুরি করেছেন। ২০২১ সালে মালাহাইডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ চারে ৯১ বলে ১০০ রানে অপরাজিত থেকে এই রেকর্ড গড়েন আইরিশ এই ব্যাটার।
এদিকে সপ্তম উইকেটে রিয়াদ-মিরাজের ১৪৮ রানের জুটি ওয়ানডেতে সেরা তৃতীয় জুটি। এই উইকেটে দ্বিতীয় সেরা জুটিতেও আছে মিরাজের নাম। চলতি বছরই আরব আমিরাতে নামিবিয়ার বিপক্ষে আফিফের সঙ্গে ১৭৪ রানের জুটি গড়েছিলেন এই অলরাউন্ডার। আর সপ্তম উইকেটে সেরা জুটি ইংল্যান্ডের আদিল রশিদ ও জস বাটলারের। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের জুটি গড়েন তারা।