স্বাস্থ্য

ক্যানসারের ওষুধের দাম ৭৩% কমাবে দ. আফ্রিকান কোম্পানি অ্যাস্পেন

স্বাস্থ্য প্রতিবেদক: ইউরোপীয় ওষুধ প্রতিযোগিতা নিয়ন্ত্রণকারীদের চাপে দক্ষিণ আফ্রিকার ওষুধ কোম্পানি অ্যাস্পেন ক্যান্সারের ছয়টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমানোর প্রস্তাব দিয়েছে৷

অ্যাস্পেন ওষুধের গড় মূল্য ৭৩ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন৷ কমিশনের মুখপাত্র বলেছেন, অ্যাস্পেন ২০১৯ সালের অক্টোবর মাসে প্রস্তাবটি দেয়, কিন্তু সেটা তখন প্রকাশ করা হয়নি৷ প্রস্তাবটি রোগী এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্য যথেষ্ট কিনা তা একটি জরিপের মাধ্যমে জানতে চায় কমিশন৷

দক্ষিণ আফ্রিকার ওষুধ কোম্পানি অ্যাস্পেনের ক্যানসারের ওষুধের গড় মূল্য প্রায় ৩০০ শতাংশ বেশি ছিল৷ তখন রোগী এবং চিকিত্সকদের কোনও বিকল্প পথ না থাকায় অ্যাস্পেন এই দাম বাড়ানোর সুযোগটি গ্রহণ করে৷ এ কারণে কমিশন অ্যস্পেনের বিরুদ্ধে ২০১৭ সালে একটি তদন্ত পরিচালনা করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *