ক্যাটসা ইস্যু নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন নিরাপত্তা সংলাপে ‘কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিস থ্রু স্যাংকশনস অ্যাক্ট ক্যাটসা ইস্যু নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক আজ। আগামী বুধবার ওয়াশিংটন ডিসিতে ওই সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, এর আগে মহাপরিচালক পর্যায়ে দুই দেশের মধ্যে সাত দফা নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
এবার যুক্তরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের আগ্রহ দেখিয়েছে। এ বৈঠকে বাংলাদেশ নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেবে।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড গত মাসে ঢাকা সফরের সময় ‘জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্টের (জিসোমিয়া)’ খসড়া হস্তান্তর করেন। বাংলাদেশ ওই খসড়া নিয়ে কাজ করছে। বর্তমানে তৃতীয় ধাপের কাজ চলছে। এর পরও ধাপ আছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকেও একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নিরাপত্তা সংলাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা। এর অধীনে ক্যাটসা, ফোর্সেস গোল-২০৩০, মেরিটাইম নিরাপত্তা, জিসোমিয়াসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।
মার্কিন আইন ক্যাটসার অধীনে ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে বড় ধরনের লেনদেন, বিশেষ করে সামরিক লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। কোনো দেশ ওই নিষেধাজ্ঞা অমান্য করলে তার ওপরও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। ওই আইন বাংলাদেশের জন্য রাশিয়া থেকে উন্নতমানের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট সুকোই প্লেন বা অন্যান্য সমরাস্ত্র কেনার ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে। প্রতিবেশী মিয়ানমার ওই নিষেধাজ্ঞার ঝুঁকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে সরঞ্জাম কিনছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অব্যাহত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে লেনদেনে ঝুঁকি তৈরি হয়েছে। বাংলাদেশ এ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে।
ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনে গতকাল রবিবার রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এ কে আব্দুল মোমেন এ সফর করছেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুজন সংসদ সদস্যও রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ সোমবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। এ বৈঠকে ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের রূপরেখা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসেও আজ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।