বিনোদনশোবিজ

ক্যাটরিনার বিয়ের আগের ডায়েট যেমন ছিলো

লাইফস্টাইল প্রতিবেদক, ধূমকেতু বাংলা: পুরো বলিউড জুড়ে যেন এক রূপকথার বিয়ের আসর বসেছিলো। নানা গুঞ্জন আলোচনা-সমালোচনা পেরিয়ে অবশেষে ভিকি কৌশলের জীবনে বাঁধা পড়লেন ক্যাটরিনা।

বিয়ের আসরের সেসব রাজকীয় ছবি বর্তমানে নেটমাধ্যমে সবচেয়ে চর্চিত। মেহেন্দি থেকে শুরু করে সঙ্গীত, একে একে হলুদ ছোঁয়া, বিয়ে সব ছবি নবদম্পতি শেয়ার করেছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ সেসব ছবিতে নবদম্পতির আনন্দঘন মুখছবির পাশাপাশি তাদের সৌন্দর্যে মোহিত পুরো নেটমাধ্যম।

ক্যাটরিনা বরাবরই সৌন্দর্যে মাতিয়ে রেখেছেন সকলকে। বিয়েতেই বা তার ব্যতিক্রম হবে কেন। তার ফিটফাট মেদহীন শরীর অনেকের কাছেই ঈর্ষণীয়। তবে এর পেছনে ক্যাটের আরাধনা তো রয়েছেই নিয়মিত শরীরচর্চা সহ সঠিক ডায়েট, ত্বকচর্চা ইত্যাদিই তার সৌন্দর্যের আসল রহস্য। কিন্তু হবু কনেদের মনে কিন্তু একটা প্রশ্ন ঠিকই থেকে যাচ্ছে।  বিয়ের আগে ঠিক কেমন ছিলো এই অভিনেত্রীর ডায়েট চার্ট। চলুন চট করে জেনে আসি:

-ক্যাটরিনা সকাল শুরু করেন চার গ্লাস হালকা গরম পানি পান করে। এ প্রক্রিয়ায় দেহের সকল দূষিত পদার্থ বের হয়ে যায়।

-শরীরকে সতেজ সুন্দর রাখতে তিনি সারাদিনে বিভিন্ন রকমের ডিটক্স চা পান করে থাকেন।

-খাদ্যতালিকায় সব ধরনের পুষ্টি উপাদানই সঠিক পরিমাণে রাখেন তিনি।

-বিভিন্ন ধরনের বীজ যেমন ধনের বীজ, মৌরি এবং কালো কিশমিশ পিষে এক ধরণের মিশ্রণ তৈরি করে খান তিনি।

-ডায়েট থেকে বাদ দিয়েছেন গ্লুটেন, চিনি এবং দুগ্ধজাতীয় খাদ্য।

-আর সেই সাথে তিনি একেবারেই বাইরের খাবার না খাওয়ার চেষ্টা করেন। ঘরে তৈরি খাবারেই তার স্বস্তি।

-তার পছন্দের খাবার কিনোয়া। এছাড়াও রোজকার ডায়েটে তিনি খেয়ে থাকেন ডিম, জুকিনি এছাড়াও নানারকম স্যুপ।

আরো পড়ুন:

বুর্জ খলিফায় দেখানো হলো রণবীর-দীপিকাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *