শোবিজ

‘কৌন বানেগা ক্রোড়পতি’ নিয়ে আবার ফিরছেন অমিতাভ বচ্চন

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ভারতের মিডিয়া জগতে অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বানেগা ক্রোড়পতি’র আকাশ্চুম্বী জনপ্রিয়তার মূল কারণ এর উপস্থাপক কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। করোনা থেকে সুস্থ হয়ে অনুষ্ঠানটির ১৩তম সিজন নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তিনি। গতবার অর্থাৎ সিজন ১২তেও উপস্থাপনা করেছেন এই কিংবদন্তী অভিনেতা। সেবার করোনাভাইরাসের সংক্রমণ রোধে সকল প্রোটকল মেনেই অনুষ্ঠানের সঞ্চালনা করেছিলেন। এরপর তিনি নিজেও আক্রান্ত হন মারাত্মক এই ভাইরাসটিত। আক্রান্ত হওয়ার পর তাকে আর ছোট কিংবা বড় পর্দায় দেখেনি ভক্তরা। তবে ‘কৌন বানেগা ক্রোড়পতি’ সিজন-১৩ দিয়েই পর্দায় ফিরছেন অমিতাভ বচ্চন।

আরও পড়ুন: জয়ার পরবর্তী ছবি ‘চালচিত্র’র শুটিং হবে সুন্দরবনে

সম্প্রতি এই অনুষ্ঠানের রেজিট্রেশনের জন্য ছোট একটি ভিডিও ইন্সটাগ্রামে ছেড়েছে সনি টিভি। সেখানে দেখা যায়, অমিতাভ হেঁটে কৌন বানেগা ক্রোড়পতির সেটে প্রবেশ করছেন। এসময় তিনি সবাইকে ১০ মে থেকে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছেন। হটসিট সবার জন্য অপেক্ষা করছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *