খেলাধুলা

কোহলির রেকর্ড ভেঙে দিলেন আয়ারল্যান্ডের স্টার্লিং

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সর্বাধিক বাউন্ডারি হাঁকানোর রেকর্ড ভেঙে দিলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২৮৫টি চার হাঁকিয়ে তালিকার শীর্ষে ছিলেন কোহলি। রবিবার স্টার্লিং সেই রেকর্ড টপকে গেলেন।

আরব আমিরাতের বিপক্ষে ব্যাট হাতে নামার আগে টি-টোয়েন্টিতে স্টালিংয়ের নামের পাশে ২৮৪টি চার ছিল। আইরিশ ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে আকিফ রাজাকে চার মেরে কোহলির রেকর্ডে ভাগ বসান স্টার্লিং। পরের বলেই চার মেরে এই ফরম্যাটে সর্বোচ্চ চার হাঁকানোর রেকর্ড নিজের নামে করে নিয়েছেন এই আইরিশ ক্রিকেটার।

এদিন ব্যাট হাতে ৩৫ বলে ৪০ রানের ইনিংস খেলেন স্টার্লিং। যার মধ্যে চারের সংখ্যা ছিল চারটি। স্টার্লিং ও কোহলি বাদে এই তালিকায় তৃতীয় সর্বোচ্চ ২৫৬টি চার মেরেছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। এরপরই রয়েছেন ভারতের রোহিত শর্মা (২৫২)। এই তালিকায় পাঁচে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ (২৪৮)।

আরো পড়ুন:

প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপে থাকছে রিভিউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *