ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ভারতের সেরাম ইন্সটিটিউটের তৈরি করোনাভাইরাসের টিকা কোভিশিল্ডকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। দেশটির স্থানীয় সময় ৪ অক্টোবর ভোর ৪টা থেকে স্বীকৃতি টিকায় তালিকায় কোভিশিল্ড অন্তর্ভুক্ত হবে। তবে এই টিকার সম্পূর্ণ ডোজ নিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে ভারতীয়দের। বুধবার দ্য হিন্দু এখবর জানিয়েছে।

ভারতীয় পররাষ্ট্র এস. জয়শংকর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে বৈঠকের একদিন পর এই ঘোষণা দিলো যুক্তরাজ্য। 

ব্রিটেন জানিয়েছে, কোভিশিল্ড টিকা নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু ভারতের টিকা সনদপত্র নিয়ে তাদের সন্দেহ রয়েছে। এজন্য ভারতের টিকা নেওয়ার সনদপত্র দেখিয়েও লাভ হবে না। ৪ অক্টোবর থেকে জারি হতে চলা নতুন নীতি অনুসারে, ব্রিটেনে ঢুকতে চাইলে ১০ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক।

যুক্তরাজ্য হাই কমিশনের কর্মকর্তারা জানান, ভারত সরকারের টিকান সনদপত্র নিয়ে আলোচনা এখনও চলছে। এর অর্থ হচ্ছে স্বীকৃত ভ্যাকসিন প্রয়োগকারী দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেল বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *