নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বাংলাদেশে অবশেষে কোভিড-১৯ অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দেয়া হয়েছে। দেশের নির্দিষ্ট কিছু হাসপাতাল ও পরীক্ষাগারে অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে অ্যান্টিবডি টেস্টের দীর্ঘদিনের চাহিদার ভিত্তিতে টেস্টের অনুমোদন দেয়া হলো।
“এখন এটা চালু করার অনুমতি দিয়ে দিয়েছি। আজ আপনাদের যখন বললাম তখন থেকেই এটা চালু হয়ে গেল।” বলেন তিনি।