প্রচ্ছদ

কোপা আমেরিকা: সংঘর্ষ এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় ৫শ পুলিশ মোতায়েন

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: কোপা আমেরিকার ব্রাজিল বনাম আর্জেন্টিার ফাইনাল খেলায় সংঘর্ষ এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় পাঁচশ পুলিশ মোতায়েন করা হচ্ছে; চলছে সতর্কতামূলক মাইকিং। আজ শনিবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন জানিয়েছেন।

গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে খেলা নিয়ে তর্কের জেরে নোয়াব মিয়া (৬০) নামে এক ব্যক্তি মারধরে নিহত হন।

রোববার ভোর ৬টায় শুরু হচ্ছে সেই খেলার চূড়ান্ত পর্ব।

পুলিশ কর্মকর্তা শাহীন বলেন, “ইতোমধ্যেই এই খেলা নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তাই জেলা পুলিশ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার নেওয়া হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে রয়েছে, ফাইনাল খেলা খোলা জায়গায়, বড় স্ক্রিনে, কোনো ক্লাবে বা চায়ের দোকানে দেখার আয়োজন করে গণজমায়েত করা যাবে না।

“বিষয়টি আমরা মাইকিং করে জানিয়ে দিচ্ছি। ফাইনাল খেলার দিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের বিশেষ দল। জেলার ১১৬ জায়গায় পুলিশ রণপাহারা দেবে। সেখানে ৪৬৪ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া চেকপোস্ট ও টহল দল থাকবে ৪০টি।”

তাছাড়া গোয়েন্দা পুলিশ মাঠে থাকবে এবং খেলা শেষে বিজয় মিছিল করতে দেওয়া হবে না বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *