‘কোথাও কোনো অবৈধ গ্যাস সংযোগ রাখা হবে না’
ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের কোথাও কোনো অবৈধ গ্যাস সংযোগ রাখা হবে না বলে জানিয়েছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হারুন অর রশিদ মোল্লা।
শনিবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গোকুলদাসের বাগ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিতাসের এমডি আরও জানান, অবৈধ সংযোগের কারণে প্রচুর পরিমাণে গ্যাস চুরি হওয়ায় সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকে গ্যাস আমদানি করায় দেশের জ্বালানি খাতে লোকসান গুনতে হচ্ছে। তাই তিতাসের আগের ভাবমূর্তি ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে রাজধানী ঢাকা শহরকে অবৈধ গ্যাস সংযোগ থেকে মুক্ত করা হবে।