‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মিস ব্র্যাগাঞ্জাকে মনে আছে? কলেজের এই অধ্যাপিকাকে দেখে পড়ুয়ারা কখনও ভয়ই পেত না। বরং পড়ুয়াদের সঙ্গে বন্ধুর মতো মিশতে দেখা গিয়েছিল তাকে। আবার, ‘থ্রি ইডিয়টস’-এর ভাইরাসের কথা ভাবুন। বাপ রে! কী তার প্রতাপ। তার ভয়ে তটস্থ হয়ে থাকত পড়ুয়ারা। শিক্ষক দিবসে রুপোলি পর্দার এমন পাঁচ শিক্ষক চরিত্রের কথা তুলে ধরা হল, দর্শকদের হৃদয়ে আজও যাদের জায়গা অমলিন।
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান, কাজল ও রানি মুখোপাধ্যায় অভিনীত কর্ণ জোহরের ত্রিকোণ প্রেমের কাহিনি ‘কুছ কুছ হোতা হ্যায়’। এই ছবিতে কলেজের অধ্যাপিকা মিস ব্র্যাগাঞ্জার চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী অর্চনা পুরণ সিংহকে। তাঁর বেশভূষা, কথা বলার কায়দা, খুনসুটি মাতিয়ে রেখেছিল দর্শকদের। এই চরিত্রে অভিনয়ের জন্য এখনও জনপ্রিয় অর্চনা।