ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: লকডাউনে ছুটির দিনগুলোতেও খাঁ খাঁ করছে কুয়াকাটা সমুদ্রসৈকত। দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকায় কোলাহলমুক্ত সৈকতের প্রকৃতিতে যেন প্রাণ ফিরেছে। আপন ভুবনে বেড়ে উঠেছে বিলীন হওয়া সাগরলতা। পুরো সৈকতে দেখা মিলছে লাল কাঁকড়ার কারুকার্য। রূপালি ঝিনুকগুলো সেজেছে বাহারি সাজে।
মুক্ত পরিবেশে লাল কাঁকড়ার ছোটাছুটি দেখে প্রাণ জুড়িয়ে যায়। গোটা সৈকত যেন ছেয়ে গেছে সবুজের সমারোহে। ১৮ কিলোমিটার সৈকতের দুই ধারে এমন দৃশ্য এখন সবার নজর কাড়ে।
লকডাউনের কারণে গত ১ এপ্রিল থেকে পর্যটকশূন্য পুরো সৈকত। এই ফাঁকে সৈকতে আপন জগৎ তৈরি করেছে ক্ষুদ্র এসব প্রাণী। পর্যটকদের বিচরণ না থাকায় সৈকতের বালুতে মাথা তুলেছে সবুজ সাগরলতা। দোল খাওয়া ছোট ছোট সবুজ পাতা এক অনন্য রূপ দিয়েছে কুয়াকাটা সমুদ্রসৈকতকে। সেই সঙ্গে স্বচ্ছ জলরাশিও জানান দিচ্ছে আপন রূপে ফেরার।