ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দুই ডোজ টিকা ১০ মিনিটের ব্যবধানে নিয়েছেন এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
টিকা নেওয়া ওই ব্যক্তির নাম বাশারুজ্জামান (৩৮)। তিনি খোকসা উপজেলার বুজরুক মির্জাপুর গ্রামের বাসিন্দা। দুপুরে টিকার কার্ড নিয়ে তিনি নির্ধারিত কক্ষে টিকা নিতে যান। এ সময় কর্তব্যরত নার্স তাকে টিকা দেন। এরপর কিছুক্ষণ পরই তাকে আবার টিকা দেওয়া হয়।
টিকা নেওবার পর বাসারুজ্জামান বলেন, ‘আমি তো নিয়ম জানি না। কাগজ নিয়ে টিকা কেন্দ্রে আসছি। উনি (নার্স) বলেন, জামা খোলেন। আমি জামা খুললাম আর উনি আমাকে একটা টিকা দিলেন। পরে এসে আবার দাঁড়ায়ছি। আরেক নার্স বলেন, ভিতরে যান। আবার জামা খুলছি আবার দিছে। পরে ম্যাডামকে বলছি, ম্যাডাম এইটা (টিকা) দুটো করে কি না। তখন ম্যাডাম বলেন দুইটা হবে কেন। এখন সমস্যা হবে কি না জানি না।’
তবে কর্তব্যরত নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটা একটা ভুল, তিনি একবার টিকা নিয়েছেন। অথচ আমাকে বলেন নাই।’
খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান মারুফ বলেন, টিকা নেওয়ার আগে কেন ওই ব্যক্তি বলেননি যে তিনি আগে একবার টিকা নিয়েছেন। এটা টিকাগ্রহীতার ভুল। তিনিই দায়ী। তবে দুবার টিকা দেওয়া হলেও কোনো সমস্যা হবে না। তার শারীরিক খোঁজখবর রাখা হবে।