শিল্প ও বাণিজ্য

কুয়ালালামপুর-ঢাকা রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু ১৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ইউএস-বাংলা এয়ারলাইন্স ১৬ জুলাই থেকে কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এয়ারলাইন্সটি জানায়, এখন থেকে তাদের ফ্লাইট প্রতি শুক্রবার কুয়ালালামপুরের স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৫টা ৫০ মিনিটে অবতরণ করবে।

মহামারীকালে যাত্রা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে এবং ঢাকায় আসার পর নিজ খরচে প্রতিষ্ঠানিক অথবা সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়ালালামপুর থেকে ঢাকার ন্যূনতম ভাড়া সব কর ও সারচার্জসহ ৩০ হাজার ৬৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা।

আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *