নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: কুমিল্লায় মণ্ডপে হামলার ঘটনায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএস হিসেবে পরিচিত মঈনুদ্দীন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৩ অক্টোবর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। গত ১৩ অক্টোবর সকালে কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে পূজামণ্ডপে হামলার সময় ঘটনাস্থলেই ছিলেন ‘পিএস বাবু’। হামলার সময় পুলিশ পিএস বাবুকে গ্রেফতার করতে গেলে মেয়র সাক্কু তাকে নিজের পিএস পরিচয় দিয়ে ছাড়িয়ে নেন।
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে বিশৃঙ্খলা শুরুর জন্য মঈনুদ্দীন আহমেদ বাবুকে দায়ী করেন এলাকাবাসী ও মণ্ডপসংশ্লিষ্টরা। এ নিয়ে ফেসবুকেও তার বিরুদ্ধে নানা পোস্ট দেওয়া হয়। ঘটনার সময় তাকে উত্তর পাড়ে সক্রিয় থাকতে দেখা যায়।
মঈনুদ্দীন আহমেদ বাবু কুমিল্লা জেলা বিএনপির প্রাক্তন ও প্রয়াত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদের ছেলে।
আরো পড়ুন: