নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: কুড়িগ্রামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কারাতে ফেডারেশন ও কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেয়েদের এক মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ আজ শনিবার দুপুরে সমাপ্ত হয়েছে। এক মাসব্যাপী এ প্রশিক্ষণে ৩০ জন কিশোরী অংশগ্রহণ করে।
কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে প্রশিক্ষণ পরবর্তী সমাপনী ও বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ রেজাউল করিম। এসময় জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি শারিনা আখতার, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আইনজীবী আহসান হাবীব নীলু, প্রশিক্ষক খাজা ইউনুছ ঈদুল প্রমুখ বক্তব্য রাখেন।