শিক্ষা ও সাহিত্য

কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকার শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছে- উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জ মোকাবিলাসহ জাতীয় সক্ষমতা অর্জনে কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।” 

কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক কারিগরি শিক্ষকদের দুই মাসব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মঙ্গলবার এ কথা বলেন। 

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ঢাবি অধ্যাপক ইমদাদুল হক

শিক্ষামন্ত্রী আরও বলেন, “দেশে বর্তমানে কর্মক্ষম জনগোষ্ঠীর যে প্রাচুর্য রয়েছে তার সুবিধাকে কাজে লাগাতে হলে কারিগরি ধারার শিক্ষকদের আরো যোগ্য ও দক্ষ করে তুলতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিল্প মালিকদের প্রতি আহ্বান জানান যাতে তারা কারিগরি শিক্ষার্থীদের সম্মানী প্রদান পূর্বক হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *