জাতীয়

কাবুল থেকে ২০ বাংলাদেশি উদ্ধার

তালেবানের আফগানিস্তান দখলের পর থেকে দেশটির ওপর নজর রাখছে বাংলাদেশ। পাশাপাশি কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনছে ঢাকা। ইতোমধ্যে ২০ বাংলাদেশিকে কাবুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত ২০ জনকে কাবুল থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এদিকে আফগান জনগণের সঙ্গে সেদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কাবুল বিমানবন্দরের পাশেই বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। অনুকূল পরিবেশ নিশ্চিত হলে আন্তর্জাতিক উন্নয়নকর্মীরা আফগানিস্তানে আবারও ফিরে যেতে পারবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানায় এবং দ্রুত আফগানিস্তানে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনার আশা করে।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *