ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: আফগানিস্তানে মেডিক্যাল সামগ্রীর একটি চালান পাঠিয়েছে ভারত। একটি বিমানে কাবুল থেকে ভারতীয় এবং কিছু আফগান নাগরিক আসেন। এই বিমানেই মেডিক্যাল সাপ্লাই পাঠিয়েছে ভারত।
শনিবার (১১ ডিসেম্বর) এসব জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। জানা গেছে, কাবুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রতিনিধির হাতে এসব তুলে দেওয়া হবে। পরে সেখানকার ইন্দিরা গান্ধী শিশু হাসপাতালে যাবে এগুলো।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের চ্যালেঞ্জিং মানবিক পরিস্থিতির প্রেক্ষিতে সেখানে মেডিক্যাল সাপ্লাই পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
শনিবার মধ্যরাতে হ্যাক করা হয় নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট