ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: বিদেশ মন্ত্রকের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল আগেই। সোমবার রাতে কাবুলের ভারতীয় দূতাবাসটি ‘কার্যত’ বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও সরকারি তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
একটি সূত্র জানাচ্ছে, ওই দূতাবাসে কর্মরত সমস্ত ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আপাতত, সেখানে কাজ করবেন শুধু আফগান কর্মীরা।
গত দু’দশকে একাধিক বার কাবুলের ওই ভারতীয় দূতাবাস আক্রমণ হয়েছে। প্রতি বারই হামলার পিছনে উঠে এসেছে তালিবান নেতা সিরাজুদ্দির হক্কানির নেটওয়ার্কের নাম। আমেরিকার সেনা প্রত্যাহার পর্ব শুরু হওয়ার পর থেকেই আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের দখল নিতে শুরু করেছিল তালিবান। তারই প্রেক্ষিতে এর আগে আফগানিস্তানের কান্দাহর, হেরাট এবং মাজার-ই-শরিফের তিনটি ভারতীয় কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে কর্মরত কূটনীতিক ও অন্যান্য কর্মীদের ভারতে ফেরত আনা হয়েছিল।
সোমবার রাতে কাবুলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে গিয়েছে ভারতীয় সেনাবাহিনীর বৃহত্তম ‘ট্যাকটিক্যাল এয়ারলিফ্টার’ ৩-১৭ গ্লোবমাস্টার। তাতেই দূতাবাসের কূটনীতিক ও কর্মীদের ফিরিয়ে আনা হতে পারে।