নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন করেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। একুশে ফেব্রুয়ারি রোববার ভোরে বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমানের নেতৃত্বে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ঢাকা ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাসুদুর রহমান ইকবাল, প্রাক্তন ছাত্র, শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব মোখলেছুর রহমান আকন, প্রাক্তন ছাত্র, বিদ্যালয়ের দাতা সদস্য জাহাঙ্গীর আলম, প্রাক্তন ছাত্র, সহকারী কমিশনার (কাস্টমস) মনিরুল হক সরকার, প্রাক্তন ছাত্র জামাল উদ্দিন বন্দুকশি-সহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।