প্রচ্ছদ

কাপাসিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ সম্পন্ন

কাপাসিয়া প্রতিনিধি, ধূমকেতু বাংলা: গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়ে যাওয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেটড মো. আমানত হোসেন খান ।

শপথ নিয়েছেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুবুর রহমান সিকদার, সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক ভূঁইয়া, টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল, বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউজ্জামান বাবলু, ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরন, সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ ওহাব খান খোকা, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ খান।

অপরদিকে সকালে কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ১১টি ইউনিয়ন পরিষদের ৯৯ জন সাধারণ সদস্য ও ৩৩ জন সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. রাশেদুজ্জামান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল বাশার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ আমিনুল ইসলাম শেখ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা খোন্দকার শাহিদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি।

আরো পড়ুন:

চলছে চতুর্থ ধাপের ইউপি ভোট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *